January 19, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

পুরনো বিবাদের জেরে প্রাকাশ্য দিবালোকে গুলি চালনার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য বৈষ্ণবনগর

মালদা-‌টোটো রুটের দখলদারি নিয়ে পুরনো বিবাদের জেরে প্রাকাশ্য দিবালোকে গুলি চালনার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য বৈষ্ণবনগর থানার বিননগর-‌২ গ্রাম পঞ্চায়েতের বাজাপ্তি গ্রামে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে জখম এক চাষি। তাঁর নাম আব্দুল লতিফ(‌৪২)‌। বাজাপ্তি গ্রামেই বাড়ি তাঁর। সোমবার দুপুরের দিকে তিনি জমি থেকে বস্তাবোঝাই বেগুন নিয়ে আসছিলেন। থানা থেকে কিলোমিটার দূরেই শুরু হয় গুলি চালনার ঘটনা। আগে থেকেই ৪ দুষ্কৃতী লুকিয়ে ছিল। লতিফ আসতেই গুলি চালনা শুরু হয়। পায়ে গুলি লাগে তাঁর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪ জনের নামে অভিযোগ করেছেন আক্রান্ত লতিফ। এলাকায় পুলিশের টহলদারি চলছে।