
পুকুরের ধার এবং সুপারি বাগানে হানা দিয়ে বিপুল পরিমান কাঠ উদ্ধার করল বনদফতর।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতাগ্রাম ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়।জানা যায় এদিন গোপন সুত্রে খবর পেয়ে বনদফতরের মরাঘাট রেঞ্জের বনকর্মীরা ঐ এলাকায় হানা দেয়।মরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পালের নেতৃত্বে একটি দল ঐ এলাকার দুইটি ভিন্ন স্থান থেকে প্রায় ৫০ সি এফ টি শাল কাঠ উদ্ধার করে।বনদফতরের পক্ষ থেকে জানা গিয়েছে একটি পুকুরের পাশে জঙ্গল দিয়ে প্রচুর পরিমান কাঠ ঢাকা দেওয়া ছিল এবং আরো বেশ কিছু কাঠ একটি সুপারি বাগানের মাঝে লুকিয়ে রাখা ছিল।উদ্ধার হওয়া কাঠ গুলি বনদফতরের রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে এবং বাজেয়াপ্ত করা হয়েছে।তবে উদ্ধার হওয়া মালের কোনো দাবিদার না থাকায় ঘটনায় কাউকেই গ্রেফতার করা হয়নি।মরাঘাট রেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
More Stories
মার্চ থেকেই বাড়ছে গরম
জোড়া ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহভর বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ
বদলে গিয়েছে আবহাওয়া