
পরীমনির জীবনে একের পর এক ঝড়।খুব ছোটবেলায় মা-বাবাকে হারিয়েছেন পরীমণি। নানুর কাছেই তাঁর বড় হওয়া। পরীমণির জীবনে যখনই ঝড় উঠেছে তখনই তিনি পাশে পেয়েছেন নানুকে। এমনকী, মাদককাণ্ডে যখন পরীমণির হাজতবাস হল, তখন এই নানুই অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে ছিলেন। জীবনের সবচেয়ে কাছের মানুষকেই এবার হারালেন পরীমণি।
একদিকে স্বামী শরিফুল রাজের বিরুদ্ধে ডিভোর্স ফাইল করেছেন, অন্যদিকে, ঝড়-ঝাপ্টা সামলে একাই বড় করছেন ছেলে রাজ্যকে। এরই মাঝে যে মানুষটির কাছে নিশ্চিন্তের আশ্রয় পেতেন পরীমণি, তাঁকেও হারালেন। বৃহস্পতিবার প্রয়াত হলেন পরীমণির দাদু শামসুল হক গাজী। যাঁকে পরীমণি নানু বলে ডাকতেন।
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির