December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পথ দুর্ঘটনার শিকার এক স্কুটি চালক

সেক্টর ফাইভে পথদুর্ঘটনা | ঘটনাস্থলে প্রাণ হারায় স্কুটি চালক | ঘাতক স্কুল বাসটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ |

রোজকার মতো এদিনও স্কুটি নিয়ে যাচ্ছিলেন তিনি | তিনি সেক্টর 5 থেকে নিউটাউন এর দিকে যাচ্ছিলেন | সেই সময় একটি স্কুল বাস তাকে ধাক্কা মারে | এরপর কিছুটা ছিটকে পড়েন তিনি | তার উপর দিয়ে চলে যায় স্কুল বাসটি | পরিস্থিতি বেগতিক দেখে দ্রুতবেগে স্কুল বাস চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক |

অন্যদিকে দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় | খবর দেওয়া হয় স্থানীয় পুলিশকে | এরপর স্কুটি চালককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিধান নগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন |