June 29, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়লো সবজি বোঝাই পিকআপ ভ‍্যান

মালদাঃ-নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়লো সবজি বোঝাই পিকআপ ভ‍্যান।গুরুতর আহত হয়েছে গাড়ির চালক ও এক সাইকেল আরোহী।বৃহস্পতিবার সকালে মালদহের চাঁচল-আশাপুর রাজ‍্য সড়কের উপর খরবায় ঘটনাটি ঘটে।
প্রত‍্যক্ষদর্শীরা জানান,সকালে আশাপুর থেকে চাঁচলের দিকে একটি সবজি ভ‍্যান পিকআপ ভ‍্যান দ্রুত গতিতে আসছিল।হঠাৎই খরবায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে যায় পিকভ‍্যানটি।গুরতর ভাবে আহত হয় চালক।এবং এখ সাইকেল আরহী জখম হলে স্থানীয়দের তৎপরতায় চাঁচল হাসপাতালে নিয়ে আসে।পুলিশ গিয়ে পিকভ‍্যানটিকে উদ্ধার করে।