দীর্ঘ ২২ বছর পর মুক্তি পেয়েছে সানি দেওয়ালের অন্যতম জনপ্রিয় ছবি গদর টু | অ্যাকশন, রোমান্স, ড্রামাতে ভরপুর এই ছবি ফাটিয়ে ব্যবসা করছে বক্স অফিসে | ছবির পরিচালক অনিল শর্মা এই ছবি মাত্র ৮ দিনে ৩০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছেন |
এরই মধ্যে হতে চলেছে বিপত্তি | নিলাম হতে চলেছে সানি দেওয়ালের জহুর বাংলো, ‘সানি ভিলা’ | আর এই খবর নেট পাড়াতে আসতেই তা ছড়িয়ে পড়েছে দ্রুত | জানা গিয়েছে, আগামী সেপ্টেম্বরে এই ভিলা নিলামে উঠবে | ব্যাঙ্ক অফ বরোদার তরফে জারি করা হয়েছে নোটিশ । সেই নোটিসে বলা হয়েছে, ৫৫ কোটি ৯৯ লক্ষ আশি হাজার ৭৬৬ টাকা ফেরত না দেওয়ার কারণে নিলাম হচ্ছে সানি দেওয়ালের মুম্বাইয়ের বিলাসবহুল বাংলোটি |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী