শুক্রবার মেট্রো রেলের তরফে জানানো হয় শীঘ্রই মেট্রোর সমস্ত মেঘা এসি রেখে বসতে চলেছে এলইডি স্ক্রিন | অর্থাৎ নয়া বছরে নয়া উপহার । যাত্রীদের আনন্দ দিতেই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে |
স্ক্রিনে দেখানো হবে জনপ্রিয় গেমস শো, খবর, গুরুত্বপূর্ণ ঘোষণা, গান ইত্যাদি | দ্রুতযাত্রা সঙ্গে বিনামূল্যে হবে মনোরঞ্জন | জানা গেছে মোট 16 টি মেগা এসি রেখে মোট ৩২ টি LED ইন্সটল করা হবে | এখন থেকে সফরের সময় টিভি দেখতে পারবেন যাত্রীরা | টিভির পর্দায় চোখ রাখতে রাখতে পৌঁছে যাবেন গন্তব্যে |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী