September 18, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

দুই দেশের সংস্কৃতি নিয়ে আসছে রানীর মুখার্জির নতুন ছবি

নিজের সন্তানকে ভালো করে দেখভাল করতে পারছে না বাবা মা | অভিযোগ তুলে দুই সন্তানকে মায়ের কোল থেকে ছিনিয়ে নেয় নরওয়ে সরকার | আর তারপরেই শুরু হয় নরওয়ে প্রশাসনের বিরুদ্ধে মিসেস চ্যাটার্জির লড়াই |

শুধুমাত্র দুই দেশের সংস্কৃতি আলাদা হওয়ায় কি না সহ্য করতে হয়েছে চ্যাটার্জি পরিবারকে | আর এবার সেই কাহিনী নিয়ে সবার সামনে আসছে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে | ছবি প্রেক্ষাপট সামনে আসতেই আগ্রহী অনুরাগীরা | এক প্রবাসী বাঙালি বাবা-মা তাদের সন্তানদের জীবন যাপনের নিরিখে ছবির কাহিনী বুনান | এই গল্প এক চ্যাটার্জি পরিবারের যে পরিবার কর্তা নরওয়েতে কর্মরত যে চরিত্রে ছবিতে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য | এবং তার স্ত্রী ভূমিকায় দেখা যাবে রানীকে | যিনি নিতান্তই একজন সাদামাটা একজন হাউস ওয়াইফ |