
বঙ্গের গেরুয়া শিবিরের দুই নেতা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও হুগলি সংসদ লকেট চট্টোপাধ্যায়কে রাজধানী দিল্লির মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনে প্রচারের কাজ করবার জন্য বেছে নেওয়া হয়েছে | জনসভার পাশাপাশি রোড শো করবেন দিলীপ ও লকেট |
আজ থেকেই প্রচার শুরু হওয়ার কথা | জানা গিয়েছে, আজ দুটি জনসভা ও একটি রোড শো করার কথা রয়েছে | রাজধানীতে বসবাসকারী বিপুল সংখ্যক বাঙালি ভোটারের কথা মাথায় রেখেই বঙ্গ থেকে দুই নেতাকে নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে | দিল্লির চিত্তরঞ্জন পার্ক, দেবনগর, অশোকনগর, ময়ূর বিহার এছাড়াও বিভিন্ন জায়গাতে বাঙালি ভোটার রয়েছে | এই সমস্ত এলাকায় রোড শো করবেন দিলীপ-লকেটরা |
More Stories
জিওর নয়া সংযোজন
রিলায়েন্স নিয়ে এলো জনপ্রিয় ফ্যাশন ফ্যাক্টরি
রথযাত্রার উপলক্ষে পুরী জেলা প্রশাসনের সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় রিলায়েন্স