November 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দানার জেরে ক্ষয়ক্ষতি অনেকটাই বেশি হল পূর্ব মেদিনীপুর জেলায়

আশঙ্কা করা হয়েছিল আগেই। সেই মতো জোর প্রস্তুতিও নেওয়া হয়েছিল। দানার জেরে ক্ষয়ক্ষতি অনেকটাই বেশি হল পূর্ব মেদিনীপুর জেলায়। এখনও পর্যন্ত ৭১টি বিদ্যুতের খুঁটি পড়েছে। বিভিন্ন জায়গায় ২৫০-এর ও বেশি গাছ পড়ে গিয়েছে। প্রায় ৪০০ মাটির বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। দিঘায় খুব একটা খয়ক্ষতি না হলেও এগরা, কাঁথিতে ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার সকালে রিপোর্ট এল নবান্নে।

দানার প্রভাবে পশ্চিম মেদিনীপুরের ১১টি রাস্তা এখনও পর্যন্ত অবরুদ্ধ হয়ে পড়ে রয়েছে। গাছ পড়ে যাওয়ার কারণে বন্ধ রাস্তাগুলি। প্রাথমিক পর্যায়ে দশটি ইলেকট্রিক পোল পড়ে গিয়েছে। একাধিক মাটির বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে দাঁতন ও মোহনপুর এলাকায়। এখনও পর্যন্ত ৩৯টি জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে।