August 4, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে পেট্রোল পাম্প ধর্মঘটের শামিল পাম্প মালিকরা

দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে পেট্রোল পাম্প ধর্মঘটের শামিল পাম্প মালিকরা। বিভিন্ন সময়ে পেট্রলপাম গুলিতে ভাঙচুর এবং কর্মীদের ওপর হামলার প্রতিবাদে নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে এদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত 12 ঘন্টার ধর্মঘটের ডাক দেয়া হয়। স্বাভাবিকভাবেই এদিন প্রচুর মানুষ পেট্রোল ডিজেল নিতে গিয়ে ফিরে আসেন।

বিভিন্ন সময় পেট্রোল পাম্প মালিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে একদল অসাধু চক্র দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে আক্রমণ চালাচ্ছে পেট্রলপাম্প গুলির উপর বলে অভিযোগ পেট্রোল পাম্প মালিকদের। আর সেই ঘটনার প্রতিবাদে এদিন বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে 12 ঘন্টার পেট্রোল পাম্প ধর্মঘট ডাক দিলে দক্ষিণ দিনাজপুর জেলার পেট্রোল পাম্প মালিকরা। গতকাল সন্ধ্যায় জেলার পেট্রোল পাম্প মালিকরা গঙ্গারামপুরে একটি বৈঠক করে ধর্মঘটের সিদ্ধান্ত নেন , তেমনই তথ্য জানিয়েছেন পেট্রোল পাম্প মালিকদের সংগঠন। তারা জানিয়েছেন যে মিথ্যা অভিযোগ এনে একদল অসাধু চক্র বিভিন্ন সময় পেট্রোল পাম্প এবং পেট্রোল পাম্পের কর্মচারীদের ওপর আক্রমণ চালায়।
উল্লেখ্য, গত ৩ জুলাই জেলার কুশমন্ডি থানার মহিপাল এ পেট্রোল-ডিজেলের সাথে কেরোসিন তেল মেশানোর অভিযোগে একদল দুষ্কৃতী ভাঙচুর চালায়।
আর সেই ঘটনার প্রতিবাদে বুধবার তারা 12 ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে। পাশাপাশি পেট্রল পাম্পগুলির উপর আক্রমন এর তীব্র নিন্দা জানিয়েছেন পেট্রোল পাম্প মালিকদের সংগঠন। মঙ্গলবার সন্ধ্যাবেলা একটি সাংবাদিক সম্মেলন করে জানান পেট্রোল পাম্প মালিকদের সংগঠনের সদস্যরা।