
পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রাম বাংলার মন বুঝতে টানা দু মাস ধরে জেলায় জেলায় নবজোয়ার কর্মসূচি করেছেন তৃণমূল সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় | বিভিন্ন অভিজ্ঞতার সমৃদ্ধ হয়েছেন তিনি | ১৬ই জুন সেই কর্মসূচি শেষ | এরপর আবারও পঞ্চায়েত ভোটের প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | আগামী ২৭ তারিখ দক্ষিণবঙ্গ থেকে প্রচার শুরু করবেন তিনি |
এরপর ৩০ শে জুন বীরভূমের সভা রয়েছে | সূত্রের খবর আগামী ২৩ টা জুলাই মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করার কথা রয়েছে পুরুলিয়ায় | সেক্ষেত্রে ফের একই মঞ্চে দেখা যেতে পারে অভিষেক ও মমতাকে |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়