তৈরি হচ্ছে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক | তাতে দেখা যাবে আয়ুষ্মানকে | ২২ গজ কিংবা তার বাইরে ভারতীয় ক্রিকেটের ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায় | বিভিন্ন মন্তব্যে ক্ষতবিক্ষত হলেও ভারতীয় ক্রিকেটের ইতিহাসের অধিনায়কের ভূমিকায় তিনি এসেছিলেন বলেই একদিন বদলে গিয়েছিল ভারত নামক দেশটির ক্রিকেট দর্শন | তিনি লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি খোলার ঔদ্ধত্যতা দেখাতে পেরেছিলেন |
আর এবার সেই সৌরভের ভূমিকায় বড় পর্দায় দেখা যাবে আয়ুষ্মান খোরানাকে | এবার সে কথা বললেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায় | এই ছবিতে রয়েছে জীবনের অনেক মোর | এই সিনেমা আশার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা |
More Stories
সারা বাংলা ঘুরে ‘রাজার রাজা’ হয়েই কামব্যাক করলেন দেব
মেয়ের জন্মের হাসপাতালের বিল নিয়ে ফের চর্চার শিরোনামে কাঞ্চন
কোয়েলের কোল জুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান