তেজসের নির্মাণ খতিয়ে দেখতে বেঙ্গালুরু গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | বেঙ্গালুরুতে হিন্দুস্তান এরোনটিকস লিমিটেডের দপ্তর এগিয়েছিলেন তিনি | আর সেখানে যুদ্ধ বিমানে ৪৫ মিনিট ঘুরলেন তিনি | ওই যুদ্ধবিমান এ প্রায় ৪৫ মিনিট হতে দেখা যায় প্রধানমন্ত্রীকে | সেদিন প্রধানমন্ত্রী হ্যালের নির্মাণ বিভাগের কাজ খতিয়ে দেখবেন আগে জানা গিয়েছিল |
এরপর তিনি নিজের এক্স হ্যান্ডেল এ লিখেছেন, তেজসে চলার অভিজ্ঞতার কথা | তিনি লিখেছেন¿
, “ছোট্ট একটা উড়ান সম্পন্ন করলাম তেজসে | অবিশ্বাস্য অভিজ্ঞতা সমৃদ্ধ হলাম | আমাদের দেশীয় নির্মাণ দক্ষতার প্রতি আমার আস্থা বাড়ল এবং আমাদের জাতীয় সম্ভাবনা সম্পর্কে নতুন করে গর্ব ও আশা অনুভব করলাম” |

More Stories
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয় উদযাপন করলেন নীতা আম্বানি
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব