নিউ আলিপুরের সুরুচি সঙ্গে ঢাক বাজিয়ে পূজা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরাদ হাকিম | এবং কাসর হাতে পাশে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস |
আজ চতুর্থ কলকাতা ও জেলা মিলিয়ে এখনো পর্যন্ত কয়েকশো পুজোর উদ্বোধন করে ফেলেছেন মুখ্যমন্ত্রী | প্রতিবছরের মত এবারও মহালয়ার দিনে চেতলা অগ্রণীতে মায়ের চক্ষু দান করেছেন তিনি | গতকাল অর্থাৎ তৃতীয়াতে, শহরে একাধিক পুজোয় উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী | দ্বিতীয়তেও একডালিয়া এভারগ্রীন, বালিগঞ্জ কালচারাল সমাজসেবী – সহ দক্ষিণ কলকাতা একাধিক পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । এবার ইউনেস্কোর কালচারাল হেরিটেজের তালিকায় স্থান পেয়েছে বাঙালির উৎসব দুর্গাপূজা |
More Stories
শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির