ট্রেকার চালক ও টোটো চালকের বচসায় টোটো চালকের আক্রমণে আহত ট্রেকার কর্মী। আর সেই ঘটনাতেই চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার কামার পাড়া এলাকায়। সেই ঘটনার প্রতিবাদে হিলি বালুরঘাট রুটের গাড়ি বন্ধ রেখে প্রতিবাদে নামলেন পরিবহন কর্মীরা। জানা গেছে 512 জাতীয় সড়ক দিয়ে অবৈধভাবে টোটো চালকরা হিলিতে যাত্রী পরিবহন করে থাকে। সেই ঘটনার প্রতিবাদ করায় কামার পাড়া এলাকায় 1 ট্রেকার পরিবহন কর্মীকে মারধর করে টোটো চালক। আর সেই ঘটনাটাই আজ পরিবহন বন্ধের ডাক দিল বালুরঘাট হিলি রুটের পরিবহন কর্মীরা।
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী