January 26, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

জ্বালানি ও ভ্যাকসিন দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ কংগ্রেসের

পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস সহ দ্রব্য মূল্য বৃদ্ধি ও ভ্যাকসিনে দুর্নীতির প্রতিবাদে নদীয়ার রানাঘাট শহর কংগ্রেস কমিটির পক্ষ থেকে এদিন বিক্ষোভ দেখানো হয়।রাণাঘাট কোট মোড় 34 নম্বর জাতীয় সড়কের উপর বিক্ষোভ দেখায় তারা।উল্লেখ্য যেভাবে দিনদিন পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে তার ফলে প্রতিটি জিনিসের দাম বেড়ে চলেছে। একদিকে করোনা সংক্রমনের কারণে কর্মহীন হয়ে পড়েছেন একাধিক মানুষ। তার উপর লাগাম ছাড়া জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে দিশাহীন সাধারণ মানুষ।অন্যদিকে গোটা রাজ্য জুড়ে ভ্যাকসিন নিয়ে যে দুর্নীতি চলছে এবং নকল ভ্যাকসিনের ভরে গেছে। মূলত এই দুটি কারণ নিয়ে এদিন রানাঘাট কংগ্রেস পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়।বিক্ষোভের মধ্যেই রাজ্য সরকার কেন্দ্র সরকার কে আক্রমণ করেন কংগ্রেস নেতৃত্ব।তাদের দাবি অবিলম্বে পেট্রোল এবং ডিজেলের দাম কমাতে হবে অন্যদিকে ভ্যাকসিন নিয়ে দুর্নীতি এবং কালোবাজারি বন্ধ করতে হবে।