December 3, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে আরব সাগরে

ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে আরব সাগরে। লাক্ষাদ্বীপ ও সংলগ্ন এলাকায় তৈরি হবে নিম্নচাপ। যদিও এর প্রভাব পড়বে না বাংলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মূলত পরিষ্কার আকাশ, কখনও আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় কিছুটা অস্বস্তি থাকবে। বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। কোনও কোনও জেলার দুয়েক জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী কয়েক দিন এমনই থাকবে আবহাওয়া।

পুরো পুজোই বৃষ্টির পূর্বাভাস আছে৷ ভারী বৃষ্টি না হলেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে৷ রবিবার উত্তরের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে৷ উত্তরবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে অষ্টমী-নবমী পর্যন্ত৷ তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই আপাতত৷