
মালদাঃ-গাজোলে রোড শো করলেন দেব তিনি হেলিপ্যাডে নামেন গাজোল বিএসএ ময়দানে সেখান থেকে গাড়িতে গাজোল শংকর পুর কালী মন্দির প্রাঙ্গণে আসেন সেখানে হুডখোলা গাড়িতে চেপে গাজোল শহরে বিভিন্ন জায়গায় রোড শো করেন। তাকে দেখার জন্য লোকের ভিড় উপচে পড়ে । উপস্থিত ছিলেন দেব এছাড়া উপস্থিত ছিলেন গাজল বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাসন্তী বর্মন , গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের নেত্রী সাগরিকা সরকার গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক প্রসাদ সাধারণ সম্পাদক গৌড় চক্রবর্তী শ্রমিক ইউনিয়নের সভাপতি অরবিন্দ ঘোষ মালদা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি প্রসুন্ রায় যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সনোজ গুপ্তা সহ অন্যান্য নেতৃত্ব
More Stories
অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, দ্বারোদঘাটন
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতে
আগামী দু’মাস তীব্র দহনজ্বালা