প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের কর্তব্যে গাফিলতি করেননি ভারতীয় সেনার দল | কাশ্মীরে বেশ কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারত | কাশ্মীরের একাধিক জায়গায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে |
প্রসঙ্গত, শনিবার গভীর রাতে নিজেদের কাজ করতে গিয়ে প্রাণ হারালেন দুই সৈনিক | বন্যা তোরে ভেসে গেলেন তারা | কাশ্মীরে ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে উদ্ধার করা হয়েছে তাদের মৃতদেহ | ভারতীয় সেনা তরফ থেকে টুইট করে এ কথা জানানো হয়েছে । টহলদারির সময় খরস্রোতা নদী পার হতে জান তারা | সেই সময় প্রবল স্রোতে ভেসে যান দুই শ্রমিক |
এরপর শনিবার বিকেল পর্যন্ত তাদের খোঁজ না পেয়ে তল্লাশি শুরু হয় | শনিবার গভীর রাতে মেলে কুলদীপের দেহ | অন্যদিকে রবিবার সকালে উদ্ধার করা হয় সিপাই তেলু রামের দেহ | কঠিন সময় এই দুই সৈনিকের মৃত্যুতে তাদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতীয় সেনারা |

                                        
                                        
                                        
                                        
More Stories
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয় উদযাপন করলেন নীতা আম্বানি
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব