July 7, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

কাশী বিশ্বনাথ মন্দিরের পূজা দিতে গেলেন দেব-মিঠুন

শুক্রবার সকালে কাশী বিশ্বানাথ মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট করেছেন সাংসদ, অভিনেতা দেব | দুজনের পরনেই ধুতি পাঞ্জাবি, কপালে ভর্তি চন্দনের তিলক, গলায় মালা | শিবের মাথায় ফুল দিয়ে পুজো করছেন দেব ও মিঠুন | একই ছবি পোস্ট হয়েছে ‘প্রজাপতি’ ছবির পরিচালক অভিজিৎ সেনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে | তবে জানা গিয়েছে এই ছবিগুলি প্রজাপতি ছবির মুক্তি পাওয়ার জন্য নয় | শুটিংয়ের এক দৃশ্যের শুটিং করার জন্যই কাশি গিয়েছিলেন দুই অভিনেতা | তবে ডিসেম্বরে অর্থাৎ বড়দিনের আগেই মুক্তি পেতে চলেছে “প্রজাপতি” |