
আজ ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী হল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে | পুরনো ছন্দে ফিরে কলকাতা এসেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব | এদিন দুপুরে কলকাতা বিমানবন্দরে পা রাখলেন অমিতাভ বচ্চন | তাকে সম্বর্ধনা জানালেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাজা ।
তবে এদিন শাহরুখ খান সময়ের কিছুটা পরে আসেন | এরপর বিমানবন্দর থেকে তিনি সরাসরি আসেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে | সময় কিছুটা দেরি হওয়ায় কিং খানকে ছাড়াই এদিনের উদ্বোধনী অনুষ্ঠান সূচনা হয় 4.30 মিনিটে ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ,অমিতাভ বচ্চন, রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস, জয়া বচ্চন, সৌরভ গাঙ্গুলী, মহেশ ভাট, কুমার শানু, অরিজিৎ সিং, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী সহ আরো অনেকেই |
More Stories
মা ও সন্তানের সম্পর্কের কথা বলবে অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি ‘ডিয়ার মা’
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’