December 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা আতঙ্কের জন্য মৃতদেহ বাড়িতেই পড়ে রইল 12 ঘণ্টা

বালুরঘাট, ২১ মে: অবসরপ্রাপ্ত এক শিক্ষিকার মৃতদেহ করোনা আতঙ্কের জন্য ১২ ঘণ্টা পড়ে রইল বাড়িতেই। প্রায় ১২ ঘন্টা পর মৃতদেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তে পাঠায় তৃণমূল কর্মী সমর্থকরা। শুক্রবার এমন অমানবিক চিত্র ধরা পরল বালুরঘাট শহরের দিপালী নগর এলাকায়।

জানা গেছে, ওই অবসরপ্রাপ্ত শিক্ষিকার নাম সংযুক্তা বসু। বয়স ৬৬ বছর। তিনি খাদিমপুর গার্লস স্কুলের শিক্ষিকা ছিলেন। বছর ছয়েক আগেই তিনি চাকরি থেকে অবসর নেন। এদিকে সংযুক্তদেবীর বাড়িতে একমাত্র মানসিক ভারসাম্যহীন ছেলে রয়েছে। দীর্ঘদিন ধরে নানান অসুখে ভুগছিলেন সংযুক্তদেবী। অবশেষে গত কাল রাতে তিনি মারা যান। এরপর এলাকায় করোনা আতঙ্ক ছড়ায়। বিষয়টি জানার পর পরিবারের অন্যান্য সদস্য থেকে প্রতিবেশীরা কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় নি। প্রায় ১২ ঘণ্টা পর শুক্রবার বিষয়টি জানতে পেরে বালুরঘাটের তৃণমূল কর্মী সমর্থকরা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বিষয়টি জানার পর মৃতদেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় তৃণমূল কর্মী সমর্থকরা।