সনিলিভ ওয়েব প্ল্যাটফর্মের ‘অবরোধ সিজন 2’ সিরিজে সেনা অফিসারের ভূমিকায় দেখা যাবে টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে | সেনা অফিসারের ভূমিকায় হিন্দি ওয়েব সিরিজে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় | প্রকাশ্যে এল তার আগাম এক ঝলক |
2020 সালে মুক্তি পায় ‘ অবরোধ: দা সিজ উইদিন’ | এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন দর্শন কুমার, নিরাজ কবি, অমিত শাহ, বিক্রম গোখেল সহ আরো অনেকেই | এই সিরিজের দ্বিতীয় সিজনে সেনা অফিসারের ভূমিকায় দেখা যাবে চট্টোপাধ্যায় কে | নিজের সিরিজের টিজার প্রকাশ করেছেন তিনি |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়