
আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা | বেলা বাড়তে মিলেছে রোদের দেখা | তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর | উত্তরবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে |
কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে মার্চের শুরুতে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে | ফেব্রুয়ারির শেষে তাপমাত্রা বাড়তে শুরু করেছিল বাংলায় | মার্চের শুরু থেকেই অব্যাহত সেই অস্বস্তিকার গরম | আজ সকাল থেকেই রোদ ঝলমলে পরিবেশ থাকবে | রাতে তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন নেই |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 26.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 31.4 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 59 শতাংশ |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন