উপকূলে পৌঁছে গেল ঘূর্ণিঝড় মান্দাস | আজ সকালে শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে | শুক্রবার সকালে মান্দাস শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল | তারপর বিকেলের দিকে শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয় |
আজও বহাল থাকবে একই তাপমাত্রা । অবস্থার পরিবর্তন হতে পারে কাল থেকে। দশ এবং ১১ ডিসেম্বর সামান্য করে বাড়বে তাপমাত্রা এমনটাই মনে করা হচ্ছে। কিছুটা বাড়বে আপেক্ষিক আর্দ্রতা এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। আকাশ আংশিক মেঘলা হতে শুরু করবে বলেও জানানো হয়েছে।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 16.3 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |

More Stories
নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে বঙ্গে
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই শীতের দাপট দেখা যাচ্ছে বঙ্গে
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা