উত্তরবঙ্গে বৃহস্পতিবার দার্জিলিং এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে | রাতের তাপমাত্রা সেভাবে কোন পরিবর্তন হবে না বলেই জানা যাচ্ছে | তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণা বাতাসে ঢুকবে জলীয় বাষ্প | যার ফলে কলকাতা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলা জলীয়বাষ্প থাকবে । সকালে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাবে | তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই |
আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা | বেলা বাড়তে মিলেছে রোদের দেখা | তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর | উত্তরবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 21.1 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 26.4 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 59 শতাংশ |
More Stories
পদ্মাপারের জঙ্গি গোষ্ঠীর নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের চার জেলায়
রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা