উত্তরবঙ্গের সব জেলায় সোমবার বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে দার্জিলিং এবং কালিম্পং-সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব-পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে অসম পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা মধ্যপ্রদেশ ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। আরও একটি অক্ষরেখা বিহার থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত। যা ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। তার প্রভাবে দিনকয়েক বৃষ্টির দেখা মিলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। তবে সোমবার থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা।
More Stories
আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের চার জেলায়
রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ