December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

উত্তরবঙ্গে চলবে বৃষ্টি

বৃষ্টির কারণে আজ ও কাল তাপমাত্রা কিছুটা কমবে। তবে ১৮ তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বা মাঝারি বৃষ্টি হতে পারে। উপরের দিকের ৫ জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ পশ্চিম বাংলাদেশ একটি ঘূর্ণাবর্ত ক্রমশ দক্ষিণবঙ্গের দিকে সরছে।

শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিহার, ঝাড়খন্ড ও উড়িষ্যা সংলগ্ন বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে। রবি ও সোমবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। তবে হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতে। শহর কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শনিবারের পর বৃষ্টি বাড়বে। রবি ও সোম অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা।

আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রী সেলসিয়াস |