
ট্রেন বাতিলের জেরে গত শনিবার তীব্র যাত্রী অসন্তোষ লক্ষ্য করা গিয়েছিল নৈহাটি-কল্যাণী শাখায়। অনেকেরই আশঙ্কা ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বিপাকে পড়বে না তো পরীক্ষার্থীরা? সেই আশঙ্কা দূর করতে আগের গোষণার কিছুটা বদল করল রেল।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রেলযাত্রা যাতে মসৃণ হতে পারে তা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পূর্ব রেল। নৈহাটি-কল্যাণী স্টেশনের মধ্য়ে থার্ড রেল বসানো ও স্বয়ংক্রিয় সিগন্যালিংয়ের কাজ চলছে। সেই জন্য আগামী ১৮ মার্চ পর্যন্ত নৈহাটি-কল্যাণী মেন শাখায় রোজ ২৫ জোড়া ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছিল। পরীক্ষার্থী ও যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে সেই ঘোষণা থেকে খানিকটা সরে এল পূর্ব রেল।
More Stories
মোবাইল চোর সন্দেহে যুবককে ধরে বেধড়ক গণপিটুনির অভিযোগ
বিধানসভায় মুকুল রায়ের অবস্থান কী? তা জানতে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা
সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা