ইটাহার: ইটাহার সদর পঞ্চায়েত দপ্তরে দুর সাহসী চুড়ির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহার শহরে। এদিন ইটাহার পঞ্চায়েত দপ্তরের এক অস্তাহি কমি’ দুপুর নাগাদ পঞ্চায়েত দপ্তরে আসতেই লক্ষ করে পঞ্চায়েত দপ্তরের সদর গ্রিল গেটে তালা মারা থাকলেও দপ্তরের অন্যান্য ঘরের গেটের তালা ভাঙ্গা রয়েছে, খবর পেয়ে পঞ্চায়েত দপ্তরে আসেন বিজেপির প্রধান অশোক বম’ন সহ অন্যান্য দপ্তরের কমি’রা, খবর দেওয়া হয় ইটাহার থানায়, এদিন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত দপ্তরের কমি’রা লক্ষ করেন দপ্তরের কম্পিউটার গুলো ও আলমারি ভেঙ্গে লেপটপ সহ একাধিক মূল্য বান জিনিস পত্র খোয়া গেছে পাশাপাশি একাধিক শোকেশ আলমারি ভাঙ্গার কারনে মূল্য বান কাগজ পত্র ছড়িয়ে ছিটে পড়ে থাকায় নষ্টের মুখে, খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইটাহার থানার পুলিশ, ঘটনার তদন্ত শুরু করলেও, পঞ্চায়েত প্রধান অশোক বম’ন বলেন মূল গেট তালা মারা থাকালেও দোতালার শিরি গেঁটে তালা মারা না থাকায় সেই পথেই দুসস্কৃতিরা ভিরতে এসেছে বলে মনে হচ্ছে, কম্পিউটার, লেপটপ সহ মূল্য বান জিনিস পত্র চুড়ির পাশাপাশি আলমারি,শোকেশ ভাঙ্গার ফলে মুল্য বান কাগজ পত্র লন্ড ভন্ড করেছে, দপ্তরের এক অস্তাহি কমি’ কোন কারনে দপ্তরে এসে তালা ভাঙ্গা লক্ষ করে, ইটাহার থানায় লিখিত অভিযোগ করা হবে। তবে ইটাহার সদর বিডিও অফিস চত্তরে একাধিক সরকারী দপ্তর সহ শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতি থাকায় রাতের অন্ধকারে পুলিশের টহল থাকালেও কংগ্রেস, সিপিএম, বিজেপি পরিচালিত ইটাহার পঞ্চায়েত দপ্তরে দুর সাহসী চুড়ির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহার শহরে।
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী