বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার দুর্ঘটনার জেরে প্রায় অজ্ঞান অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় আহত মুখ্যমন্ত্রীকে |
চিকিৎসকদের তরফে জানা যাচ্ছে, আগের চেয়ে অনেকটাই ভালো আছেন মমতা। মাথায় ব্যথা থাকলেও আগের তুলনায় তা অনেকটা কম। অ্যান্টিবায়োটিক চলছে। চিকিৎসকদের তরফে জানা গিয়েছে, আগামিকাল সোমবার তাঁর কপাল ও নাকের সেলাই কাটা হতে পারে। ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। সেদিন সন্ধেবেলা কোনওভাবে বাড়িতে পড়ে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী। তৃণমূলের তরফে সোশাল মিডিয়ায় আহত মমতার ছবি প্রকাশ্যে আনা হয়েছিল। যেখানে দেখা যায়, তাঁর কপালে গভীর ক্ষত।

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী