আদালতে বেকায়দায় কঙ্গনা রানাউত । অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন জাভেদ আখতার। প্রসঙ্গত, ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যপরবর্তী সময়ে এই বিতর্কের সূত্রপাত।
সেই সময়, জাতীয়স্তরের সংবাদমাধ্যমে জাভেদ আখতারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন কঙ্গনা রানাউত। দাবি করেন, “বলিউডের বিশিষ্ট গীতিকার তাঁকে আত্মহত্যার প্ররোচনা জুগিয়েছিলেন।” এই ঘটনার জল গড়ায় আদালত অবধি | এই ঘটনায় জাভেদ আখতারের বিরুদ্ধে পালটা মামলা করেছিলেন কঙ্গনা। অভিনেত্রী একাধারে যেমন জাভেদের মামলা খারিজের আর্জি জানিয়েছিলেন, অন্যদিকে এমনটা সম্ভব না হলে ওই মামলার সঙ্গে তাঁর অভিযোগটিও যোগ করে নেওয়ার আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদনও খারিজ করে দেন বিচারপতি প্রকাশ নায়েক

                                        
                                        
                                        
                                        
More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়