
আগামী ১০ তারিখ থেকে শিয়ালদহ-রানাঘাট শাখায় ছুটবে এসি লোকাল ট্রেন। পূর্ব ভারতে এই প্রথম এসি লোকাল ট্রেন চালু হচ্ছে। এই ট্রেন পরিষেবা ঘিরে রেলের কর্মী-আধিকারিক থেকে যাত্রীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক বিষয়ে নজর দেওয়া হয়েছে। তবে বিনা টিকিটে যাত্রীরা কেউ চড়তে পারবেন না। ট্রেনেই টিকিট পরীক্ষক ও রেল পুলিশ থাকবেন। বিনা টিকিটের যাত্রীরা ধরা পড়লে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রেলের তরফে এদিন এই কথা জানানো হয়েছে।
রানাঘাট লোকোশেডে এই এসি লোকাল রয়েছে। এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১০ আগস্ট, সোমবার। পরের দিন ১১ আগস্ট থেকে সাধারণ যাত্রীরা গন্তব্যে যাওয়ার জন্য এই ট্রেনে উঠতে পারবেন। এদিন রানাঘাট স্টেশনে এসি লোকাল ট্রেন পরিদর্শনে গিয়েছিলেন রেলের আধিকারিকরা। ট্রেনের ভিতরের পরিকাঠামো ও যাত্রী সুরক্ষার বিষয়টি দেখে খুশি তাঁরা। দুটি এসি লোকাল আসলেও প্রথম পর্যায়ে একটি ট্রেনই চালানো হবে। পরে পরিস্থিতি বুঝে এই এসি লোকাল বাড়ানো হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।
More Stories
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা
বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গের জেলাগুলি
শনিবার রাতে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি