
আবহাওয়া অফিসের দাবি, আগামী ১২ ই নভেম্বরের পর থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে শুরু করবে | উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার প্রধানত শুকনো থাকবে | মাঝেমধ্যে আকাশ আংশিক মেঘলা থাকবে | ৭ই নভেম্বরে পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা |
শীত পাকাপাকিভাবে ডিসেম্বরের আগে না এলেও নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের আমেজ অনুভূত হবে দক্ষিণবঙ্গে | আবহাওয়া সুষ্কই থাকবে |কলকাতা সহ জেলার তাপমাত্রা সকল এবং রাতের দিকে কমবে |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন