
গরু পাচার মামলায় অনুব্রত মন্ডলের সিবিআইয়ের হাতে গ্রেপ্তারের ১০০ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত মেলেনি জামিন । তবে এরই মধ্যে বীরভূমের জেলা সভাপতি কে গ্রেফতার করেছে ইডি এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য দিল্লিতে নিয়ে যাওয়ার তোরজোর শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে |
অন্যদিকে দিল্লি হাইকোর্টে অনুব্রতর হয়ে আবেদন জানিয়েছেন তার আইনজীবী তথা প্রাক্তন কংগ্রেস নেতা কপিল সিব্বল | সূত্রের খবর, 1 ডিসেম্বর তৃণমূল নেতার আরজির শুনানি | তার আগে অর্থাৎ আগামীকাল কলকাতা হাইকোর্টে অনুব্রত জামিনের আরজির শুনানি |
প্রসঙ্গত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী এবং অনুব্রত কন্যা সুকন্যা কেও ইতিমধ্যে দিল্লিতে জেরা করছে ইডি | তাদের জিজ্ঞাসাবাদ করে গরু পাচার মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক নয়া তথ্য মিলেছে ।
More Stories
অপারেশন সিন্দুর নিয়ে বিবৃতি জানালো মুকেশ আম্বানি
সিন্দুরকে ট্রেডমার্ক করার ইচ্ছা প্রত্যাহার করলো রিলায়েন্স ইন্ডাস্ট্রি
সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে জিও স্টার আইটি সিস্টেম সাইবার