
অসুস্থ মাধবী মুখোপাধ্যায় । জ্বরের পাশাপাশি সর্দি-কাশিতে ভুগছেন বর্ষীয়ান অভিনেত্রী। লেক গার্ডেন্সে মেয়ের বাড়িতে নাকি রয়েছেন ৮১ বছরের তারকা। সেখানেই চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।
জানা গিয়েছে, কলকাতার ঢাকুরিয়া এলাকায় মৃণাল সেনের ১০০ বছরের জন্মবার্ষিকীর একটি অনুষ্ঠান ছিল। সেখানে গিয়েই ঠান্ডা লেগেছে তাঁর। খোলা মাঠের মধ্যে অনুষ্ঠানটি ছিল। শীতের দিনে সেখানে ঠান্ডা হাওয়াও ছিল। সেই কারণেই এই বিপত্তি। সত্যজিতের ‘মহানগর’, ‘চারুলতা’, ‘কাপুরুষ’ ছবিতে তাঁর অভিনয় আজও সিনেপ্রেমী বাঙালির কাছে সম্পদ। সিনেমার পাশাপাশি রঙ্গমঞ্চে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী।
More Stories
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’
সেন্সর বোর্ডের কাঁচির ঘায়ে জর্জরিত ‘সিতারে জমিন পর’