আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধর্ষককে গুলি করে মেরে ফেলার বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সুরই এবার শোনা গেল তৃণমূলের আর এক সাংসদ দেবের গলায়। জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেব জানালেন, ধর্ষকদের গুলি করে মারা উচিৎ। মানুষের করের টাকায় এদের বাঁচিয়ে রাখার দরকার নেই।
জয়নগরের মহিষমারির কৃপাখালির বাসিন্দা চতুর্থ শ্রেণির এক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয় জলাভুমি থেকে। নাবালিকা বাড়ি না ফেরায় থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন মৃতের বাবা। পরিবারের অভিযোগ পুলিশ অভিযোগ না নিয়ে তাঁদের ফিরিয়ে দেয়। এর পর বালিকার দেহ উদ্ধার হতেই রণক্ষেত্র হয়ে ওঠে জয়নগর। মহিষমারির পুলিশ ক্যাম্পে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই নাবালিকাকে। তাঁর শরীরে মিলেছে একাধিক ক্ষতচিহ্ন। ঘটনার তদন্তে নেমে ১৯ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই প্রেক্ষিতেই এবার এনকাউন্টারের পক্ষে সওয়াল করলেন ঘাটালের সাংসদ।
More Stories
জেলাগুলোতে তাপমাত্রা নিম্নমুখী হলেও কলকাতায় নেই শীতের আমেজ
শীতের আমেজে হঠাৎ ছন্দপতন
নভেম্বর শেষের পথে, এখনও জাঁকিয়ে শীতের দেখা মেলেনি