সিগন্যালিংয়ের কাজের জন্য আগামী ৮ দিনে শিয়ালদহ মেন শাখায় ৩০০-র বেশি ট্রেন বাতিল করা হল। রেল সূত্রে খবর, ৯ ফেব্রুয়ারি রবিবার দুপুর থেকে ১৬ তারিখ পর্যন্ত চলবে কাজ। সেই কারনেই এই আটদিনে আপ ও ডাউন মিলিয়ে ১২টা শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল, ২৪টি শিয়ালদহ-রানাঘাট লোকাল ৭৬টি শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল, ১৬৪টি শিয়ালদহ-নৈহাটি লোকাল, ১২টি নৈহাটি-রানাঘাট লোকাল বাতিল করা হয়েছে। এই সময়ের মধ্যে আপ ও ডাউন লাইনের কলকাতা সীতামারি এক্সপ্রেস, শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস, কলকাতা-পাটনা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, গঙ্গাসাগর এক্সপ্রেস, কলকাতা-জসিডি প্যাসেঞ্জারকে দমদম-ডানকুনি পথে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।