July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

৮২ দিন পর খুলে গেল শান্তিপুরের তাঁতের হাট

লকডাউন চলা কালীন 19 শে মার্চ বন্ধ হয়ে যায় শান্তিপুরের ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার একমাত্র প্রতিষ্ঠান শান্তিপুর ঘোষ মার্কেট ও বঙ্গ তাঁত কাপড়ের হাট। আজ প্রায় 82 দিন বাদে অর্থাৎ 11 জুন অবশেষে খুলে গেল হাট, তাতে ক্ষুদ্র তাঁত ব্যাপসাহি দের মুখে হাঁসি ফুটতে দেখা যায় অনেকেরই। এ বিষয়ে শান্তিপুর ঘোষ মার্কেট এর মালিক বিভাস ঘোষ জানান, দীর্ঘ লকডাউন এর কারণে তাঁত কাপড়ের হাট দুটি বন্ধ ছিল প্রায় 82 দিন, আমরা এর আগে প্রশাসনিক মহলে হাট দুটি খোলার জন্য ডেপুটেশনও জমা দেওয়া হয়। অবশেষে প্রশাসনের তৎপরতায় হাট দুটি ইনফ্রাস্ট্রাকচার ঠিক করে ব্যবসায়ীদের বসার স্থান গুলি কে ছয় ফুট দূরত্ব চিহ্নিত করে নির্ধারিত করা হয় কোন কোন ব্যাবসায়িক কিভাবে বসবে। এর আগে যখন স্বাভাবিক অবস্থায় ছিল তখন দুটি হাত মিলিয়ে প্রায় তিন হাজার ক্ষুদ্র ব্যবসায়ী হাটে শাড়ি নিয়ে বসতো, এখন ওই তিন হাজারকে অর্ধেক করে বসানো হবে এছাড়াও হাটে প্রবেশ করার পথে অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করতে হবে মুখে মাক্স বাধ্যতামূলক। ট্রেন চলাচল বন্ধ হওয়ার কারণে বাইরে থেকে যে সকল ক্রেতা হাটে আসতেন তারা এখন আসতে পারছেন না স্বভাবতই আগের মত বেচা কিনা না হলেও লোকাল ক্রেতাদের আনাগোনা ছিল ভালোই। তবে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হবে এতে চিন্তার কোন কারণ নেই।