মধুমিতা দাস, উত্তর ২৪ পরগণা (বনগাঁ) : দীর্ঘ লকডাউনে খেটেখাওয়া সাধারণ মানুষের অর্থনৈতিক সংকট চরমে। তাই পরিবারের দুধের শিশুর খাবারও জুটছে না সময়ে। এবার সেইসব পরিবারের পাশে দাঁড়াল বনগাঁ ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত। শুক্রবার সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা পাঁচটি উপস্বাস্থ্য কেন্দ্র থেকে শূন্য থেকে দুই বছর বয়স পর্যন্ত প্রায় ৭০০ পরিবারের হাতে শিশুর খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ ঘোষ বলেন, লকডাউনের ফলে বিপন্ন মানুষের পাশাপাশি দুধের শিশুদের জন্যও খাবারের ব্যবস্থা করা দরকার। তাই পঞ্চায়েতের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হল।