December 10, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

৬ দফা দাবি নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে দেখা করলেন কংগ্রেস ও বাম সদস্যরা

আজ প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধিদল কেন্দ্রীয় দলের সাথে দেখা করেন। প্রতিনিধি দলে সভাপতি সোমেন মিত্র ,বিরোধী দলনেতা আব্দুল মান্নান , সাংসদ প্রদীপ ভট্টাচার্য , বিধায়ক সুখবিলাস বর্মা এবং কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী ছিলেন।
প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এই বিপর্যয়কে জাতীয় বিপর্যয় ঘোষণা করার দাবি করেন। এই দাবি মানলে সরকারের পাশাপাশি দেশ বিদেশের ইচ্ছুক ব্যক্তি অথবা সংগঠন দুর্গতদের সাহায্য করতে পারবেন।
তাদের এদিনের দাবি গুলি হল

১. আমফানকে জাতীয় বিপর্যয় ঘোষণা চাই।
২. দ্রুত, যথাযথ কেন্দ্রীয় আর্থিক সংস্থান চাই।
৩. ক্ষতিগ্রস্তকেই সাহায্য। লুঠ-দলবাজী চলবে না।
৪. ত্রাণের টাকার স্বচ্ছ ও প্রকাশ্য হিসাব চাই।
৫. আবাস যোজনায় পাকা ছাদের বাড়ী চাই।
৬. আয়লার বাধ ও সুন্দরবন রক্ষা চাই।

মূলত এই ৬ টি দাবি নিয়ে
৫ জন বাম সদস্য দেখা করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সাথে।