মধুমিতা দাস, উটটির ২৪ পরগণা (বনগাঁ): বনগাঁ মহকুমায় যাঁরা সাধারণত মন্দির বা বাড়ি বাড়ি পুরোহিতের কাজ করে দিন গুজরান করেন, লকডাউনে বিপন্ন তাঁরাও। তাই তাঁদের কথা ভেবে এগিয়ে এলেন উত্তর ২৪ পরগণা জেলা পরিষদ মেন্টর ও প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ। মূলত তাঁরই উদ্যোগে বনগাঁর নামকরা সাতভাই কালীতলা মন্দিরের সামনে থেকে প্রায় ৬০০ পুরোহিতের হাতে তুলে দেওয়া হল প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও প্রণামী বাবদ নগদ অর্থ। গোপাল বাবুর কথায়, পুরোহিত মশাইদের কাছে একটাই চাওয়া, ঈশ্বরের কাছে তাঁরাও প্রার্থনা করুক, যাতে এই বিশ্ব করোনা মুক্ত হয়।