করোনার কবলে পরে মুখ থুবড়ে পড়েছে শেয়ার বাজার। বৃহস্পতিবারের পর শুক্রবার বাজার খুলতেই শেয়ার একধাক্কায় যেভাবে পতনের শিকার হয়, তার জেরে বাধ্য হয়ে প্রায় ৪৫ মিনিট বন্ধ রাখতে হয় শেয়ার কেনাবেচা। সেনসেক্স ও নিফটি দুই সূচকই ‘লোয়ার সার্কিট’-এ পৌঁছে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছিল বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ন্যাশনাল ফিফটি (নিফটি)। আর এই দাওয়াইতেই ঘুরল হাল। ৩০০০ এরও বেশি পয়েন্ট নেমে গিয়েছিল সেনসেন্স। রোখা গেল সেই বিপুল পরিমান পতনও। একসময় কিছুটা হলেও ঊর্ধ্বমুখী হয় সেনসেক্সের সূচক।
শুক্রবার সকালে ১৫০০ পয়েন্ট নীচে নেমে খোলে সেনসেক্স। কয়েক মিনিটের মধ্যেই সেই পতন ছাড়িয়ে যায় ৩০০০ পয়েন্টেরও বেশি। আপাতত ২৯৬৮৭ পয়েন্টে থেমে রয়েছে সেনসেক্স। নিফটিও খোলে প্রায় ৫০০ পয়েন্ট নীচে। ৯৬৬ পয়েন্ট নেমে ৮৬২৪ পয়েন্টে থেমেছিল নিফটির সূচক। তবে সেই ৪৫ মিনিট কাটার পর ফের কেনাবেচা শুরু হতেই ঊর্ধ্বমুখী বাজার। ফলে খানিকটা স্বস্তি লগ্নিকারীদের।