নিজস্ব প্রতিনিধি, মালদা: লকডাউন পরিস্থিতিতে প্রায় ৪০০ জন দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল একটি ক্লাবের সদস্যরা। বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ ইংরেজবাজার থানার ৫২ বিঘা এলাকায় একটি ক্লাবের উদ্যোগে এলাকার দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ক্লাব সদস্যরা। উপস্থিত ছিলেন, ক্লাব সম্পাদক দিলীপ পাল, সদস্য দিবাকর সরকার, বিশ্বজিত সেন, দিলীপ সরকার সহ অন্যান্য সদস্যরা। করোনা মোকাবিলায় সারা ভারতের সঙ্গে মালদা জেলাতেও চলছে লকডাউন। এই পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। ৫২ বিঘা এলাকায় প্রায় ৪০০ জন দুঃস্থ মানুষের হাতে চাল, আলু এবং সয়াবিনের প্যাকেট তুলে দেওয়া হয়। লাইফ স্টার ক্লাব এবং লাইব্রেরীর সম্পাদক দিলীপ পাল জানান, মহামারী করোনা মোকাবিলায় অসহায় অবস্থা গরিব মানুষদের। লকডাউনের কারণে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। ক্লাবের পক্ষ থেকে প্রায় ৪০০ মানুষের হাতে এদিন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।