মঙ্গলবার জাতীর উদ্দেশ্যে ভাষনে আগামী ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউনের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে সব জায়গা গুলো ইতিমধ্যেই হটস্পট হিসাবে চিহ্নিত হয়েছে সেই সব জায়গা গুলিতে আরও কঠোর ভাবে লকডাউনের নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি এদিন প্রধানমন্ত্রীর লকডাউনের সময়সীমা বাড়ানোর পরই রেল বন্ধের মেয়াদও বাড়ানো কথাও ঘোষণা করা হয়। জানা যায়, আগামী ৩ মে পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত মেল, এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন সাথে বন্ধ থাকবে কলকাতা মেট্রো রেল সহ সব ধরনের রেল পরিষেবা। তবে অত্যাবশ্যকীয় পন্য দেশের সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য চালু থাকবে মালগাড়ি পরিষেবা। তবে মঙ্গলবার ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, অনলাইনে যারা টিকিট কেটেছেন তাঁদের অ্যাকাউণ্টে সম্পূর্ণ টাকা রিফাণ্ড করা হবে। সাথে সরাসরি কাউণ্টার থেকে যারা টিকিট বুক করেছেন তাঁরা ৩১ জুলাই পর্যন্ত টাকা ফেরত নিতে পারবেন। পাশাপাশি পরবর্তী কোনও নোটিশ না আসা পর্যন্ত কোনও ট্রেনের রিসারভেশন অথবা ই-টিকিট বুক করা যাবে না।