মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম ভারত সফরের দ্বিতীয় দিনেও দিনভর রইল ঠাসা কর্মসূচী। সকালেই রাষ্ট্রপতি ভবনে রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ, রাজঘাট পরিদর্শন এবং দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। দুপুরে মার্কিন দূতাবাসে শিল্পপতিদের সঙ্গে বৈঠকের পর পূর্বনির্ধারিত কর্মসূচী অনুযায়ী হায়দ্রাবাদ হাউসে দ্বিপ্রহরিক আহার গ্রহণ করলেন ডোনাল্ড ট্রাম্প। আর এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে স্বাক্ষরিত হল দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি। ৩ বিলিয়ন ডলারের এই চুক্তিতে ভারতকে অ্যাপাচে রোমিও ফাইটার হেলিকপ্টার দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত-আমেরিকা একে অপরের কৌশলগত সহযোগী হিসেবে কাজ করবে। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসদমন অভিযানে একযোগে কাজ করবে দু’দেশ। যৌথ সাংবাদিক বৈঠকে বার্তা মার্কিন প্রেসিডেন্টের। পাশাপাশি ভবিষ্যতে বাণিজ্য চুক্তি নিয়ে শোনালেন আশার কথা। তবে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আত্মস্তুতি করতেও ভুললেন না তিনি।
ভারত সফরে রাজনৈতিক লড়াইয়ের সুর ট্রাম্পের গলায়। ওবামা কেয়ারের প্রসঙ্গ টেনে ডেমোক্র্যাটদের তুলোধোনা। বললেন, ‘দিশাহীন এই প্রকল্প।’ নেভাদা নিয়ে বার্নি স্যান্ডারসকে আক্রমণ। বললেন, ‘আমি জানি, আবার জিতব। আর আমি জিতলে রকেটের মতো চাঙ্গা হবে অর্থনীতি।’
সন্ধেবেলা রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে আমন্ত্রিত সপরিবার ট্রাম্প। রাত দশটা নাগাদ দিল্লি থেকে দেশে ফেরার উদ্দেশে রওনা দেবেন মার্কিন প্রেসিডেন্ট।