September 6, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

৩১ জানুয়ারি রাত থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে টালা ব্রিজের ওপর যান চলাচল

দীর্ঘদিন পর এবার শুরু হবে টালা ব্রিজ ভাঙার কাজ। জানা গিয়েছে, ৩১ জানুয়ারি রাত থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে টালা ব্রিজের ওপর যান চলাচল। চিতপুর লকগেট এবার ২৪ ঘণ্টাই একমুখী থাকবে যান চলাচল। বিটি রোড থেকে আসা দক্ষিণের দিকের সব ছোট গাড়ি বেলগাছিয়া ব্রিজ ও পুরনো চিত্পুর ব্রিজ ধরবে। পাশাপাশি কলকাতা স্টেশন যেতে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে খান্নার দিকে ঘুরে উল্টোডাঙা হয়ে যেতে হবে। তবে যাএীদের ভোগান্তি যাতে কম হয় তার জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করেছে পুলিশ।

জানা গিয়েছে, উত্তরমুখী বাস বা মিনিবাস চিত্তরঞ্জন অ্যাভিনিউ, কেভিভি অ্যাভিনিউ হয়ে লকগেট ব্রিজ ধরে পৌছে যাবে বিটি রোড। সাথে এপিসি রোড থেকে বাস শ্যামবাজার, ভূপেন বোস অ্যাভিনিউ, কেভিভি অ্যাভিনিউ হয়ে লকগেট ব্রিজ ধরবে। ছোট গাড়ি ওপরের রাস্তাগুলো ছাড়াও কেভিভি অ্যাভিনিউ থেকে কাশীপুর রোড, খগেন চ্যাটার্জি রোড ধরে বিটি রোড পৌছবে। এছাড়া দক্ষিণমুখী বাস বা মিনিবাস বিটি রোড, চিড়িয়ামোড় হয়ে দমদম রোড, সেভেন ট্যাঙ্ক, নর্দার্ন অ্যাভিনিউ, রাজা মণীন্দ্র রোড, মিল্ক কলোনি, বেলগাছিয়া রোড হয়ে শ্যামবাজার পৌছবে।