March 20, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

৩০ বছর আগের ইতিহাসের পুনরাবৃত্তি করার সুযোগ,কর্ণাটককে হারিয়ে ফাইনালে উঠল বাংলা

কর্ণাটককে হারিয়ে রঞ্জির ফাইনালে উঠল বাংলা অভিমন্যু ঈশ্বরনের দল। এদিন কর্ণাটককে ১৭৪ রানে হারিয়ে ১৩ বছর পর সেই নজির গড়ল বাংলা। যার সাক্ষী থাকল ইডেন গার্ডেন্স। এর আগে শেষবার রনজি ট্রফি জিতেছিল ৩০ বছর আগে। সেই ইতিহাসের পুনরাবৃত্তি করার দুর্দান্ত সুযোগ চলে এল বাংলা দলের কাছে। অনুষ্টুপ মজুমদারের ১৪৯ রানের দুর্দান্ত ইনিংসে বাংলা করে ৩১২ রান। তারসাথে যোগ্য সঙ্গ দেন আকাশ দীপ ৪৪ এবং শাহবাজ আহমেদ ৩৫ রান। জবাবে ব্যাট করতে নেমে ইশান পোড়েলের বলে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরতে হয় রাহুলকে। ইশান পোড়েল একাই ৫টি উইকেট পান। শেষমেষ রাহুলরা মাত্র ১২২ রানে গুটিয়ে যায়।

তবে, দ্বিতীয় ইনিংসে অভিমন্যুরা কর্ণাটকের বোলারদের কাছে এঁটে উঠতে পারেননি। দ্বিতীয় ইনিংসে বাংলার ১৬১ রানের জবাবে ভাল পজিশন থেকেও ১৭৭ রানে আউট হয় কর্ণাটক। তবে এবারে নায়ক মুকেশ কুমার। তিনি একাই নিলেন ৬ উইকেট। ফলে রনজি ট্রফির সেমিফাইনালে বাংলা জিতল ১৭৪ রানে এবং তারসাথে ইডেন গার্ডেনে সেমি ফাইনালে কর্ণাটককে হারিয়ে ১৩ বছর পর আবারও ফাইনালে উঠল বাংলা।