বর্তমান লক ডাউনের সময় এলাকার দুস্থ পরিবার থেকে শুরু করে দিন আনা দিন খাওয়া মানুষদের কথা মাথায় রেখে, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত কোলাঘাট বাজার এলাকায় একটি সমাজ সেবী উদ্যোগে ৩০০ জন দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হল খাদ্য সামগ্রী। এই সামাজিক কর্মসূচী উপস্থিত ছিলেন ক্লাবের মেন্টর অসিত ব্যানার্জি, কোলাঘাটের আইসি সমর মিশ্র, বিশিষ্ট সমাজসেবী রাজিব জৈন, পঞ্চায়েত সমিতির সদস্য সুপর্ণা ঘোষ, সমাজ সেবী ধীরাজ ঘোষ, পঞ্চায়েত সদস্য রুমা শাসমল, সমাজ সেবী বাসুদেব রায়।
পাশাপাশি কোলাঘাট ব্লকের অন্তর্গত দাসপাড়া হরাইজন মহিলা সমিতির উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া মানুষদের কথা মাথায় রেখে ১৫০ টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন খাদ্য সামগ্রী। এই সাহায্য পেয়ে এলাকার মানুষ।